1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

  • আপলোডের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০ Time View

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের জালিস্কোর গহীণ অরণ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানায়।
প্রতিবেশি রাজ্য মিসিওয়াক্যানের  লা প্যারোটা থেকে সেসেনা-২০৭ বিমানটি  যাত্রা করছিল।

জালিস্কোর  সিভিল প্রোটেকশন সোশ্যাল  মিডিয়ার  মাধ্যমে  জানিয়েছে, বিধ্বস্ত এলাকায় প্রবেশ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।

সংবাদ সংস্থা জানিয়েছে, ‘ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর সংবাদ’ পাওয়া গেলেও তাদের কারো পরিচয় এখনো জানা যায়নি।

সংবাদ সংস্থা আরো জানিয়েছে, ‘সম্ভাব্য আরো ক্ষতি এড়াতে সেখানে আগুন নেভানোর জন্য যাওয়াটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com