1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

নারাইন নৈপুন্যে তৃতীয় স্থানে উঠল কলকাতা

  • আপলোডের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫ Time View

সুনীল নারাইনের অলরাউন্ড নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠল কলকাতা নাইট রাইডার্স।
গতরাতে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ৩ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে ১৮ বলে ৪৪ রান করেন নারাইন।

এই জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে কলকাতা। টানা পাঁচ ম্যাচ হেরে টেবিলের নবম স্থানে আছে ৬ খেলায় মাত্র ২ পয়েন্ট পাওয়া চেন্নাই।

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬ রানেই দুই ওপেনারকে হারায় চেন্নাই। তৃতীয় উইকেটে ৩৩ বলে ৪৩ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন রাহুল ত্রিপাঠি ও বিজয় শঙ্কর।

দলীয় ৬৫ রানের মধ্যে ত্রিপাঠি ও বিজয় ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় চেন্নাই। এতে রান তোলার গতি কমে যায় তাদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করে চেন্নাই।

দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শিবম দুবে। বিজয় ২৯ ও ত্রিপাঠি ১৬ রান করেন। নারাইন ৩টি, বরুণ চক্রবর্তী ও হার্ষিত রানা ২টি করে উইকেট নেন।

জবাবে ৪ ওভারে ৪৬ রান তুলে বিচ্ছিন্ন হন কলকাতার দুই ওপেনার কুইন্টন ডি কক ও নারাইন। ৩টি ছক্কায় ১৬ বলে ২৩ রান করে প্রথম আউট হন ডি কক।

দলীয় ৮৫ রানে সাজঘরে ফিরেন নারাইন। ২টি চার ও ৫টি ছক্কায় ১৮ বলে অনবদ্য ৪৪ রান করেন নারাইন।

তৃতীয় উইকেটে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে কলকাতার জয় নিশ্চিত করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে ও রিঙ্কু সিং। রাহানে ২০ ও রিঙ্কু ১৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন নারাইন।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com