1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস

  • আপলোডের সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। আসন্ন এই টুর্ণামেন্টে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করবেন ইউনিস। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনিস।

এ সম্পর্কে এসিবি’র মুখপাত্র সাইদ নাসিম সাদাত ক্রিকবাজকে বলেছেন, ‘পাকিস্তানের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ইউনিস খানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছে এসিবি। পাকিস্তানে আসর শুরু হবার আগেই ইউনিস দলের সাথে যোগ দিবেন।’

খেলোয়াড়ি ক্যারিয়ারে ইউনিস ১১৮ টেস্টে ১০,০৯৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ৩১৩ রানের ইনিংস। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটারও হয়েছেন। ২০০৯ সালে প্রথমবারের মত টি২০ বিশ্বকাপ জয়ী পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন।

পেশাদার ক্যারিয়ার শেষে কোচিং পেশায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইউনিস। এর মধ্যে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)’এ ইউনিস পেশোয়ার জালমির কোচ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি আবু ধাবিতে টি১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com