1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

টেস্টে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়লো এমসিজি

  • আপলোডের সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২ Time View

অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের পঞ্চম দিন পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গেট দিয়ে ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ হাজারেরও বেশী দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেছে, যা কোন টেস্ট ম্যাচে দর্শক উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৩৭ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪, যা এতদিন পর্যন্ত রেকর্ড হয়ে ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার সকালে নিশ্চিত করেছে পঞ্চম দিনের প্রথম সেশনেই ৫১ হাজার ২৭২ জন দর্শক মাঠে প্রবেশ করার মাধ্যমে রেকর্ড ভঙ্গ হয়েছে। দুপুরের পর ঐ সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৪ হাজার ৩৬২ জনে।

এই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩৭ সালের জানুয়ারিতে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বে গঠিত অস্ট্রেলিয়া দলের ম্যাচ দেখতে যে সংখ্যক দর্শক উপস্থিতি হয়েছিল ২০২৪ বক্সিং ডে টেস্টে তা ছাড়িয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটি অবশ্য ছিল ৬ দিনের।

পাঁচদিনে এমসিজের দর্শক সংখ্যা ছিল অনেকটা এমন : ৮৭,২৪২, ৮৫,১৪৭, ৮৩,০৭৩, ৪৩,৮৬৭ ও ৭৪,৩৬২। শেষ দিন দর্শকদের সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের। এমনকি পার্কিংয়ে নিয়োজিত নিরাপত্তা কর্মীদেরও অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হয়েছে।

এর আগে ২০২২ সালে টি২০ বিশ্বকাপে এমসিজিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে ৯০,২৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন যা এখনো পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে আছে। এই বিশ্বকাপেই এই মাঠে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ দেখেছিল ৮২ হাজার ৫০৭ জন দর্শক।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com