সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে যা কিছু অর্জন করেছেন তার থেকেও আরো বেশী শিরোপা জয়ের জন্য নিজেকে ক্ষুধার্ত দাবী করেছেন সিআর সেভেন।
পর্তুগালের অধিনায়ক সম্প্রতি গ্লোব সকার এ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২৪ সালে মধ্যপ্রাচ্যের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি টান্সফার সুবিধায় আল নাসরেতে যোগ দেবার পর এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৮৩ ম্যাচে করেছেন ৭৪ গোল।
রিয়াদের সময়টাতে আলোকপাত করে ৩৯ বছর বয়সী রোনাল্ডো স্থানীয় মিডিয়া চ্যানেলে বলেছেন, ‘আমি এখানে এসে অত্যন্ত খুশী। আমার পরিবারও খুশী। সুন্দর এই দেশে আমরা একটি নতুন জীবন শুরু করেছি। জীবন সুন্দর, ফুটবলও সুন্দর। ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে বলতে গেলে আমরা এখনো লড়াইয়ে টিকে আছি, আমরা এখনো উন্নতি করছি।’
ক্যারিয়ারে ৯০০রও বেশী গোল করা রোনাল্ডো আন্তর্জাতিক অঙ্গনেও সবচেয়ে বেশী গোলের রেকর্ড গড়েছেন। এখানে আসার পর থেকে সৌদি পেশাদার লিগ সঠিক পথে এগিয়ে চলছে বলে রোনাল্ডো বিশ্বাস করেন, ‘আমার কাছে মনে হয় একটি লিগ উন্নতির পথে থাকলে সেটা অবশ্যই সম্মানের। এই লিগটিকে আরো উন্নত, আরো আকর্ষণীয় করতে অনেক তারকা খেলোয়াড়ই এখানে আসছে। আমি যেহেতু প্রথম খেলোয়াড় হিসেবে এখানে এসেছি সে কারণে আমার অর্জনটাও ভিন্ন। কিন্তু আমি আগামী পাঁচ অথবা ১০ বছরে এই লিগের আরো উন্নতি দেখার জন্য মুখিয়ে আছি। শুধুমাত্র প্রথম দল নয়, একাডেমির দলগুলোও যেন উন্নতি করে। শুধুমাত্র সৌদি খেলোয়াড় কিংবা লিগের ভবিষ্যতের জন্য নয়। বিশ্বের অন্যান্য লিগের সাথে সমান তালে লড়াই করারও জন্য এর উন্নতির প্রয়োজন। এটাই আমরা স্বপ্ন। এভাবেই আমি এই দেশের ফুটবলকে সহযোগিতা করার চেষ্টা করে যাব। সবাই রোনাল্ডোকে যেন একটি উদাহরণ হিসেবে দেখতে পারে। শুধুমাত্র মাঠের রোনাল্ডো নয়, মাঠের বাইরেও এদেশের ফুটবলের উন্নয়নে আমি ভূমিকা রাখতে চাই।’
২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়ের মাধ্যমে রোনাল্ডো আল নাসরের জার্সিতে একটি শিরোপা জয় করেছেন। গত মৌসুমে লিগ শিরোপা জয়ে তার দল ব্যর্থ হলেও পুরো মৌসুমে সৌদি পেশাদার লিগের রেকর্ড ৩৫ গোল করেছিলেন।
রোনাল্ডো আরো বলেন, ‘একটি দল যখন শিরোপা জিতে তখন তাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যায়। এখানে আসার পর প্রথম শিরোপা জয়ের অনুভূতি ছিল সত্যিই বিশেষ কিছু। কিন্তু আমি আরো চাই। ধারাবাহিকতা বজায় রেখে এই ক্লাবকে আরো বেশী শিরোপা উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি এই বছরটি আল নাসরের অনেক ভাল যাবে।’
লিগ টেবিলের শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আল নাসর বর্তমানে সৌদি পেশাদার লিগে চতুর্থ স্থানে রয়েছে। পর্তুগীজ তারকা বলেছেন, ‘আল হিলাল ও আল ইত্তিহাদের মত দলের বিপক্ষে লড়াই করাটা সত্যিই কঠিন। কিন্তু এখনো আমরা লড়াইয়ে টিকে আছি, এখনো প্রতিদ্বন্দ্বীতা চালিয়ে যাচ্ছি। ফুটবল এমনই। এখানে ভাল ও খারাপ মুহূর্ত আসবেই। আমার কাছে সবসময়ই একটি বিষয় গুরুত্ব পায়, সেটা হলো পেশাদারীত্ব। ক্লাবের প্রতি শ্রদ্ধা রেখে, নিজের চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে, সকলের উপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে।
এই ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করতে চাই। তবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেশাদার মনোভাব বজায় রাখা।