1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত

  • আপলোডের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ Time View

দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের চলমান সামরিক অভিযানে দু’জন নারীসহ ৮ জন নিহত হয়েছে। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।

তুলকারেম থেকে এএফপি’র খবরে এ কথা বলা হয়।

ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা সেখানে একজন সন্ত্রাসীকে হত্যা করেছে। মঙ্গলবার সকালে এ অভিযান শুরু হয়। তবে নিহতদের মধ্যে ইসরাইলি বাহিনীর অভিষ্ট ব্যক্তি কে ছিলেন তা জানা যায়নি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় বলছে, তুলকারেম শরনার্থী শিবিরে ৭ জন এবং পার্শ্ববর্তী নুর শামস ক্যাম্পে একজন নিহত হয়েছে। তুলকারেম শরনার্থী শিবিরে নিহত দু’জন নারী হচ্ছেন খাওলা আলী আবদুল্লাহ (৫৩) এবং বারা খালিদ হোসেন (৩৩)।

গত বছরের অক্টোবরে হামাস ইসরাইলে আক্রমন চালালে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ইসরাইলি হামলায় পশ্চিম তীরে এ পর্যন্ত ৮১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলায় ২৫ জন ইসরাইলি প্রাণ হারিয়েছে।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীর ইসরাইলের দখলে আছে।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com