উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি শহরে গাড়ির ভেতর থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনাটি দেশটির দক্ষিণাঞ্চলীয় সহিংসতায় জর্জরিত চিলপানসিঙ্গো শহরে ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, বুধবার রাতে একটি পরিত্যক্ত পিক-আপ ট্রাকের ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর আকাপুলকোর একটি মহাসড়কে ট্রাকটি খুঁজে পাওয়া যায়।
এই মহাসড়কটি একসময় ধনী এবং বিখ্যাতদের জন্য জনপ্রিয় ছিল, তবে বর্তমানে এটি সহিংসতা ও মাদক চোরাচালানের কেন্দ্র হিসেবে পরিচিত।
চিলপানসিঙ্গো শহরটি গুয়েরেরো প্রদেশে অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে মাদক-সংক্রান্ত সহিংসতা চলছে।
দুই প্রধান মাদক গ্যাং, আরডিলোস এবং তলাকোস, শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতে লিপ্ত রয়েছে। এ শহরে প্রায় দুই লাখ ৮০ হাজার মানুষের বসবাস।
সম্প্রতি সহিংসতা আরও বেড়েছে; গত মাসে শহরের নবনির্বাচিত মেয়র আলেজান্দ্রো আরকোস দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে শিরশ্ছেদ করে হত্যা করা হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোর মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০০৬ সাল থেকে দেশটিতে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।