বড়সড় একটা শহরের আকারের বস্তুটি সাধারণ ধূমকেতুর তুলনায় প্রায় ৩০০ গুণ উজ্জ্বল। এই ধূমকেতুটির নাম ২৯পি/শাসমান-ওয়াখমান (২৯পি)। এটি একটি বড় বরফী ধূমকেত। এর দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। এটি সেন্টর শ্রেণির ৫০০টি ধূমকেতুর মধ্যে একটি। এ ধরনের ধূমকেতু সারা জীবন সৌরজগতের অভ্যন্তরে ঘোরাফেরা করে। তবে ২৯পি আরো একটি বিরল গোষ্ঠীর অংশ। এ ধরনের ধূমকেতুকে ক্রাইওভলকানিক বা ঠাণ্ডা আগ্নেয় ধূমকেতু বলা হয়। সাধারণত ক্রাইওভলকানিক ধূমকেতুগুলোতে একটি বরফের নিউক্লিয়াস বা কেন্দ্র থাকে। সেটা বরফ, ধূলিকণা এবং গ্যাস দিয়ে পূর্ণ থাকে। এ ধরনের ধূমকেতু অনবরত সৌরবিকিরণ শোষণ করে। ফলে একসময় এদের ভেতরের হিমায়িত নিউক্লিয়াস অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে। ফলে নিউক্লিয়াসের ভেতরে বহির্মুখী চাপ তৈরি হয়।