1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

জেগে উঠেছে বিশাল এক আগ্নেয় ধূমকেতু

  • আপলোডের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৩ Time View
একটি রহস্যময় আগ্নেয় ধূমকেতু জেগে উঠেছে। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে চারবার বিস্ফোরিত হয়েছে ধূমকেতুটি। ফলে এর বরফের অংশটি ছিটকে পড়েছে মহাকাশে।

বড়সড় একটা শহরের আকারের বস্তুটি সাধারণ ধূমকেতুর তুলনায় প্রায় ৩০০ গুণ উজ্জ্বল। এই ধূমকেতুটির নাম ২৯পি/শাসমান-ওয়াখমান (২৯পি)। এটি একটি বড় বরফী ধূমকেত। এর দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। এটি সেন্টর শ্রেণির ৫০০টি ধূমকেতুর মধ্যে একটি। এ ধরনের ধূমকেতু সারা জীবন সৌরজগতের অভ্যন্তরে ঘোরাফেরা করে। তবে ২৯পি আরো একটি বিরল গোষ্ঠীর অংশ। এ ধরনের ধূমকেতুকে ক্রাইওভলকানিক বা ঠাণ্ডা আগ্নেয় ধূমকেতু বলা হয়। সাধারণত ক্রাইওভলকানিক ধূমকেতুগুলোতে একটি বরফের নিউক্লিয়াস বা কেন্দ্র থাকে। সেটা বরফ, ধূলিকণা এবং গ্যাস দিয়ে পূর্ণ থাকে। এ ধরনের ধূমকেতু অনবরত সৌরবিকিরণ শোষণ করে। ফলে একসময় এদের ভেতরের হিমায়িত নিউক্লিয়াস অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে। ফলে নিউক্লিয়াসের ভেতরে বহির্মুখী চাপ তৈরি হয়।

চাপ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছায়, তখন নিউক্লিয়াসের খোলস ফেটে যায়। এ সময় ধূমকেতুর বরফের নিউক্লিয়াস মহাকাশে ছড়িয়ে পড়ে। তখন সেই ধূমকেতুটি দেখে মনে হয়, মহাকাশে অগ্ন্যুৎপাত করছে। এ ধরনের বিস্ফোরণের পরে ধূমকেতুর কোমা অঞ্চলটি আরো প্রসারিত ও উজ্জ্বল হয়ে ওঠে।

প্রায় দুই বছর পর গত ২ নভেম্বর প্রথমবারের মতো ২৯পি নামের ধূমকেতুটি একটি বড় বিস্ফোরণ ঘটায়। ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএএ) পর্যবেক্ষণ বলছে, প্রথমবার বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যে আরো তিনটি বড় বিস্ফোরণ ঘটায় ধূমকেতুটি। চারটি বিস্ফোরণের ধ্বংসাবশেষ মহাকাশে এমন একটি মেঘ সৃষ্টি করেছে, যা সাধারণ ধূমকেতুর ক্রেন্দ্র থেকে ২৮৯ গুণ বেশি আলো প্রতিফলিত করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, একাধিক বিস্ফোরণের কারণে কোমা বা ধূমকেতুর চারপাশে থাকা মেঘটি প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি অস্বাভাবিক আকার নিতে পারে।  বিএএ-এর জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড মাইলস বলেছেন, ‘আমি আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে ধ্বংসাবশেষের মেঘের বিকাশ দেখতে পাব।’

উল্লেখ্য, ২৯পি প্রতি ১৫ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্যের চারপাশে একটি বৃত্তাকার কক্ষপথ রয়েছে। ২৯পি কখনোই সূর্যের কাছাকাছি যায় না। তাই কখনোই এর লেজ গজায় না। যেমনটি সাধারণ ধূমকেতুর ক্ষেত্রে দেখা যায়।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com