1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

ফিলিপাইনে টাইফুন উসাগির আঘাত : হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

  • আপলোডের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৭ Time View

টাইফুন উসাগি বৃহস্পতিবার ফিলিপাইনের ইতোমধ্যে বিপর্যস্ত উত্তরাঞ্চলে আঘাত হানায়, কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চল  থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে তৎপর হয়েছে।

ম্যানিলা থেকে এএফপি জানায়, উসাগি কাগায়ান প্রদেশের বাগাও শহরে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার  বাতাসের বেগে গ্রিনীচ মান সময় ০৫৩০ টায় আঘাত হানে। জাতীয় আবহাওয়া বিভাগ বলেছে, মাত্র তিন সপ্তাহের মধ্যে এটি দেশে আঘাত হানা পঞ্চম ঝড়।

ধারাবাহিক ৪টি ধ্বংসাত্মক ঝড়ে ইতোমধ্যেই দেশটিতে ১৫৯ জনের মৃত্যু হয়েছে এবং জাতিসংঘকে মারাত্মক ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির জন্য ৩ কোটি ২৯ লাখ  ডলার সাহায্যের অনুরোধ করা হয়েছে।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জরুরি নগদ সহায়তা প্রদানের জন্য ঝড়-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন ও বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আদেশ মেনে চলার আহ্বান জানান। স্থানীয় সরকারগুলো ৪০হাজার লোককে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন কাগায়ানের বেসামরিক প্রতরক্ষা প্রধান রুয়েলি  রেপসিং।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com