সুদানের মধ্যাঞ্চলীয় আল-জাজিরা রাজ্যের ওয়াদ ওশাইব গ্রামে আধাসামরিক বাহিনীর হামলায় বন্দুকের গুলিতে ৪০ জন নিহত হয়েছে। পোর্ট সুদান থেকে বুধবার একজন চিকিৎসকের বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।
গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সাথে যুদ্ধরত ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ মঙ্গলবার সন্ধ্যায় ও আজ সকালে হামলা চালায়। একজন প্রত্যক্ষদর্শী আজ
বুধবার ফোনে বলেন, আধাসামরিক যোদ্ধারা সম্পদও লুণ্ঠন করে।