1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

বৈরুতের কাছে নতুন করে হামলা : এএফপি

  • আপলোডের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭০ Time View

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নতুন করে অন্তত তিন দফা হামলা হয়েছে।

এএফপি ও রাষ্ট্রীয় মিডিয়ায় এসব হামলার চিত্র দেখা গেছে।

জাতীয় বার্তা সংস্থা আনি’র উদ্ধৃতি দিয়ে লেবাননের বৈরুত থেকে এএফপি জানায়, ‘শত্রুর সামরিক বিমানগুলো ঘোবেইরির কাছে বৈরুতের দক্ষিণ শহরতলি টার্গেট করে এক দফা হামলা চালায়। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় মধ্যরাতের ঠিক আগে। বৈরুতের মধ্য ও পূর্বাঞ্চলে এএফপি’র সাংবাদিকরা অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার একটি বিস্ফোরণ অবশিষ্ট গুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী।

এএফপি টিভির চিত্রগুলোতে অন্তত দুটি পৃথক স্থানে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। এলাকাটিতে ইসরাইল নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে। এরআগে শুক্রবার বৈরুতের দক্ষিণে বিমান হামলায় একটি ১১তলা বিশিষ্ট ভবন ধ্বংস হয়ে যায়। লেবাননের হিজবুল্লাহ্র শক্তিশালী ঘাঁটিতে ইসরাইলের অবিরাম বোমা বামাবর্ষণ অব্যাহত রেয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট পাঁচ প্যারামেডিকস নিহত হয়েছেন।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com