1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

দেওয়ানগঞ্জে ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপলোডের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View
hdr

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রের স্বনামধন্য ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা, ডিসপ্লে, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৩ নভেম্বর শনিবার সকালে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ও অধ্যক্ষ মোঃ মাহমুদুল ইসলাম। স্কুল প্রাঙ্গনে ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ জাহিদ হাসান প্রিন্স। শুরুতে কোরআন পাঠ, স্বাগত ভাষন দেন অধ্যক্ষ মোঃ মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্কুলের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নয়াদিগন্ত, ডেইলি নিউনেশন ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও কালের কন্ঠের সাংবাদিক তারেক মাহমুদ, মাওলানা খোরশেদ আলম, মাওলানা মোঃ ছানোয়ার হোসেন, স্কুল পরিচালক মোঃ নুরুজ্জামান, স্কুল পরিচালক আবু তাহের, দারোগা মোঃ শাহজাদ হোসেন সহ অন্যান্য। শেষে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের মধ্যে বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com