থাইল্যান্ডের রাজধানীর একেবারে উপকণ্ঠে একটি নির্মাণস্থলে শুক্রবার ক্রেন দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
ব্যাংকক থেকে এএফপি পরিবেশিত খবরে একথা বলা হয়।
শুক্রবার সকালে ব্যাংককের পশ্চিমে সামুত সাখোনে ভবন নির্মাণের কাজে লাগানো একটি ক্রেন পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।
সামুত সাখোন পুলিশের ডেটচানাকর্ন চানথাফুম এএফপিকে জানায়, এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু এবং আরও ১০ জন আহত হয়। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
তিনি বলেন ‘আমরা তিনটি লাশ দেখেছি।’ তারা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে প্রাণ হারিয়েছে।
প্রকৌশলী এবং পুলিশের একটি টিম ক্রেন পড়ে যাওয়ার কারণ তদন্ত করছে।
থাইল্যান্ড জুড়ে নির্মাণ দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
অধিকাংশ ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজনীয়তা উপেক্ষা করে এবং অনুমতি ছাড়াই কাজ করায় দেশটিতে এমটা ঘটছে।
গত মার্চ মাসে ব্যাংককের পূর্বাঞ্চলে একটি কারখানায় নির্মাণ কাজের সময় ক্রেন পড়ে সাতজন নিহত হয়