1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

লিবিয়ার উপকূলে ৪৯৯ অভিবাসী উদ্ধার : জাতিসংঘ

  • আপলোডের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০ Time View

লিবিয়ার উপকূল থেকে গত সপ্তাহে ৪৯৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আইওএম’র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিনহুয়া।

উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে রয়েছে ৩৪ জন নারী ও ৬ জন শিশু। গত  ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এই অভিবাসীদের উদ্ধার করা হয়। আইওএম (ইন্টারন্যাশনাল অর্গেনাইজেশন ফর মাইগ্র্যান্টস) তাদের প্রতিবেদনে বলা হয়েছে ২৯ জন নিখোঁজ আছে।

চলতি বছরে এপর্যন্ত ২১ হাজার ৩৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ৪ হাজার বেশি। এইসব অভিবাসী প্রত্যাশীদের লিবিয়াতে ফেরত পাঠানো হয়েছে। আইওএম তাদের প্রতিবেদনে আরো বলেছে, এ বছর ভুমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৩৫ জন ডুবে মারা গেছে। আর নিখোঁজ রয়েছে ৯৮২ জন । ২০১১ সাল থেকে লিবিয়া হয়ে অনেক অভিবাসী ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে পছন্দ করছে।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com