1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

তুরস্কে ৭ সাংবাদিকসহ ১১ জন গ্রেফতার

  • আপলোডের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ Time View

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় দুই কুদি সাংবাদিক নিহত হওয়ার প্রতিবাদে নিষিদ্ধ বিক্ষোভ প্রদর্শনকালে সাত সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে তুর্কি কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম এবং মানবাধিকার গ্রুপগুলো রোববার এই খবর জানিয়েছে।

ডিকেল ফিরাত তার্কিশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাজিম দাস্তান (৩২) এবং চিহান বিলগিন (২৯) আলেপ্পো থেকে ১শ’ কিলোমিটার পূর্বে তিশরান বাঁধের কাছে বৃহস্পতিবার গাড়ি বিস্ফোরণে নিহত হন। দু’জনেই কুর্দি মিডিয়ার পক্ষে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন।

আঙ্কারা থেকে এএফপি আজ একথা জানিয়েছে।

ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান মানবাধিকার বিষয়ক অবজারভেটরি জানিয়েছে, তুরস্ক এবং সিরিয়ায় কুর্দি মিডিয়ার পক্ষে কাজ করছিলেন।

দ্য এমএলএসএ তার্কিশ মিডিয়া রাইটস গ্রুপ জানিয়েছে শনিবার বিক্ষোভ প্রদর্শনকালে ৫৯ জনকে আটক করা হয়েছে।

এমএলএসএ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, ‘নিহত সাংবাদিক নাজিম দাস্তান এবং চিহান বিলগিনের পক্ষে বিবৃতি দেওয়ার চেষ্টা করায় গতকাল রোববার ৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।’

গত ৮ ডিসেম্বর, বাশার আল-আসাদের গতনের পর সিরিয়ার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণকারী কুর্দি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র গ্রুপকে লেলিয়ে দিয়েছে। তুর্কি এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় তুরস্কের ১৮ হাজার সৈন্য অবস্থান করছে। তিনি আরো বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে যদি কুদি বাহিনী অস্ত্র ত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com