1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

তিন দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী

  • আপলোডের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭ Time View

সিরিয়ার শীর্ষ কূটনীতিক আসাদ আল-শাইবানি শুক্রবার বলেছেন, তিনি চলতি সপ্তাহে সরকারী সফরে আরব আমিরাত, কাতার ও জর্ডানে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম সৌদি আরব সফর করেন।

সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী শাইবানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন ভাতৃপ্রতীম কাতার, আমিরাত এবং জর্ডানে তিনি সিরিয়ার প্রতিনিধিত্ব করবে।

দামেস্ক থেকে এএফপি আজ এই খবর জানায়।

সিরিয়ার নতুন সরকার দেশের অবকাঠামো পুনর্গঠনে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সিরিয়াতে সম্পদশালী উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিনোয়াগ চায়। এর আগে শাইবানি সৌদি আরবে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধান। আসাদের পতনের পর এটা ছিল সিরিয়ার ইসলামপন্থী শাসকদলের প্রতিনিধিদের প্রথম বিদেশ সফর।

সৌদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, গত মাসে সৌদি আরবের একটি প্রতিনিধি দল সিরিয়ার দামেস্কে নতুন নেতা আহমেদ আল-শারার সাথে সাক্ষাৎ করেন। ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম এর নেতৃত্ব দিচ্ছেন এই আল-শারা।

সৌদি মালিকানাধীন ‘আল আরাবিয়া’ টেলিভিশনকে গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেছেন, ‘সিরিয়ার ভবিষ্যত গঠনে সৌদি আরবের বড় ভূমিকা থাকবে।

এছাড়া সকল প্রতিবেশি দেশেরও যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বিনিয়োগের সুযোগ থাকবে।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com