1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

গুয়েতেমালার ৭৫ জনের বেশি সৈন্য পৌঁছেছে হাইতিতে

  • আপলোডের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭ Time View

পঁচাত্তর জনের বেশি গুয়েতেমালার সেনা শনিবার হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে পৌঁছেছে। সৈন্যরা দেশটির পুলিশকে সহিংসতা নিরসনে সাহায্য করছে।

বার্তা সংস্থা এএফপি পোর্ট অ প্রিন্স থেকে জানায়, সৈন্যদের প্রথম দলটি পৌঁছানোর একদিন পর সর্বশেষ দলটি রাজধানীতে পৌঁছল। এই নিয়ে হাইতিতে গুয়েতেমালার সৈন্য সংখ্যা দাড়াল ১৫০ জনে।

ল্যাটিন আমেরিকান সেনারা সেখানে কেনিয়ার নেতৃত্বে জাতিসংঘের বহুজাতিক বাহিনীতে যোগ দিয়েছে। গত জুনে হাইতিতে বহুজাতিক বাহিনীর মোতায়েন শুরু হয়। এ পর্যন্ত বাহিনীতে ৪শ কর্মকর্তা যোগ দিয়েছে, এদের অধিকাংশই কেনিয়ান। এছাড়া জ্যামাইকা, বেলিজ ও এল সালভাদোরের কর্মকর্তাও আছে।

এই বহুজাতিক বাহিনী হাইতির সুসজ্জিত অস্ত্রে শক্তিশালী অপরাধ চক্রগুলোকে দমন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ অস্ত্রধারী অপরাধচক্রের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

জাতিসংঘ অনুমান করছে, সংঘবদ্ধ অপরাধ চক্রগুলো রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। বহুজাতিক বাহিনী মোতায়েনের পরও থেকে সঙ্কট-বিধ্বস্ত ক্যারিবিয়ান দেশটিতে অপরাধ চক্রদের সহিংসতা কমেনি।

এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর একাধিক এলাকায় সশস্ত্র গ্রুপের হামলা বাড়ছে।

২৪ শে ডিসেম্বর পোর্ট-অ-প্রিন্সের একটি হাসপাতাল পুনরায় চালু করার সময় একটি অপরাধ চক্রের সদস্যদের হামলায় দুই সাংবাদিক ও একজন পুলিশ সদস্য নিহত হন।

জাতিসংঘের মতে, ডিসেম্বরের শুরুতে একটি অপরাধী চক্রের নেতার নির্দেশে ২০০ জনেরও বেশি ভুডু অনুশীলনকারী নিহত হয়।

এক মাস আগে, বন্দুকযুদ্ধের কারণে রাজধানীর বিমানবন্দরটি বাণিজ্যিক যানবাহনের জন্য বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com