1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগের ঘোষণা

  • আপলোডের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭ Time View

অস্ট্রিয়ার রক্ষণশীল চ্যান্সেলর কার্ল নেহামার শনিবার বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি চ্যান্সেলর এবং দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন। জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।

ভিয়েনা  থেকে এএফপি এ খবর জানায়।

এ পদক্ষেপের ফলে আলপাইন ইইউ সদস্য দেশে জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হওয়ায় রক্ষণশীলরা সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার লক্ষে ডানপন্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারে কিংবা দেশটিতে নতুন করে নির্বাচন হতে পারে।

নেহামার এক্সে-এক ভিডিও বার্তায় ঘোষণা করেছেন, তিনি পিপলস পার্টির প্রধান এবং চ্যান্সেলর উভয় পদ থেকেই পদত্যাগ করবেন।

কেন্দ্রিয় সরকার গঠনে অস্ট্রিয়ার লিবারেল পার্টি তিন-দলীয় জোটের আলোচনা থেকে সরে আসার একদিন পর তিনি এই ঘোষণা দেন।

গত সেপ্টেম্বরের নির্বাচনে ফ্রিডম পার্টি প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করে। কিন্তু আলপাইন ইইউ সদস্য রাষ্ট্রে একটি জাতীয় সরকার গঠনের জন্য অংশীদার খুঁজে পায়নি।

চ্যান্সেলর কার্ল নেহামার কনজারভেটিভ পিপলস পার্টি ছিল দ্বিতীয় অবস্থানে। দলটি ভোট পেয়েছে ২৬ শতাংশ। আর ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটরা।

কার্ল নেহামা জানান, তাঁর দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে জোট গড়ার আলোচনায় কিছু মূল বিষয়ে ঐকমত্য হয়নি।

আলোচনার প্রক্রিয়ায় উদারপন্থী হিসেবে পরিচিত নিওস নামে আরেকটি রাজনৈতিক দল যুক্ত ছিল। গত শুক্রবার আলোচনা থেকে সরে দাঁড়ায় দলটি।

ফ্রিডম পার্টির নেতা হার্বার্ট কিকল এক বিবৃতিতে জানায়, নির্বাচনের পরবর্তী সময়ে জোট গড়ার আলোচনায় এরই মধ্যে তিন মাস নষ্ট হয়েছে। কিন্তু এই সময়ে স্থিতিশীলতার পরিবর্তে বিশৃঙ্খলা দেখা গেছে।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com