1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

আইএস নেতা গ্রেপ্তারের দাবি মালির সেনাবাহিনীর

  • আপলোডের সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫ Time View

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনী গতকাল শনিবার বলেছে, তারা আইএসের দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন ইসলামিক স্টেটের (আইএস) সাহেল শাখার শীর্ষস্থানীয় নেতা।

বামাকো থেকে এএফপি এ খবর জানায়।

মালির সেনাবাহিনী বলেছে, তারা দেশটির উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে আইএসের বেশ কিছু যোদ্ধাকে হত্যা করেছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা যে দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে, তাদের একজন মোহাম্মদ ওলুদ এরকেহিল ওরফে আবু রাকিয়া ওরফে আবু হাশ। তিনি ইসলামিক স্টেটের একজন শীর্ষ নেতা।

সেনাবাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মেনাকা এবং গাও অঞ্চলে মানুষের ওপর নৃশংসতা এবং সেইসাথে সেনাবাহিনীর ওপর হামলার কারণে আবু রাকিয়াকে দায়ী করেছে।

২০১২ সাল থেকে মালি গভীর অস্থিরতার মোকাবেলা করে আসছে। এই অস্থিরতার সঙ্গে আল-কায়দা, আইএস ও স্থানীয় অপরাধী চক্রের সাথে যুক্ত।

দেশটির সামরিক শাসক সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং তারা রাশিয়ার দিকে সামরিক ও রাজনৈতিকভাবে ঝুঁকে পড়েছে।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com