1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

সামুদ্রিক পরিবহন থেকে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে: ইইউ এজেন্সি

  • আপলোডের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল মঙ্গলবার কোপেনহেগেনে বলেছে, সামুদ্রিক পরিবহন থেকে কার্বন নিঃসরণের মাত্রা খুব বেশি, খবর এএফপি’র।

একইসাথে পর্যবেক্ষক দলটি সামুদ্রিক পরিবহন শিল্পকে কার্বন অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় পরিবেশ এজেন্সি ইইএ এর নতুন প্রতিবেদন অনুযায়ি সামুদ্রিক পরিবহন থেকে মিথেন নির্গমনের মাত্রা ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বিগুণ হয়েছে। এজেন্সিটি বলছে, ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক কার্বন নিঃসরণ বৃদ্ধির তিন থেকে চার শতাংশের জন্য দায়ী এই সামুদ্রিক পরিবহন খাত।

ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ এজেন্সির নির্বাহি পরিচালক লিনা ইলা-মনোনেন কোপেনহেগেনে এক বিবৃতিতে বলেছে, প্রতিবেদনটি কার্বন নিঃসরণ কমাতে সামুদ্রিক পরিবহন খাতের জরুরি পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তার কথা বলে।

এছাড়া, প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতিবছর নাইট্রোজেন অক্সাইড নিঃসরণ ইউরোপীয় ইউনিয়ন ব্যাপি ১০ শতাংশ করে বেড়েছে।

ইইএ এর প্রতিবেদনটিতে দূষণের আরেকটা উৎসের কথা বলা হয়েছে।  যা হল তেল ছড়িয়ে পড়া।

জাহাজ থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার বেশিরভাগ ঘটনা ঘটে উত্তর সাগর এবং ভূমধ্যসাগর এলাকায়।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com