1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

ট্রাম্প-মোদি বৈঠকে যুদ্ধবিমান বিক্রিসহ বেশকিছু সিদ্ধান্ত

  • আপলোডের সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাণিজ্য বৃদ্ধি, যুদ্ধবিমান বিক্রিসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী পাঁচ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানো হবে; যাতে ২০৩০ এরমধ্যে তা ৫০ হাজার কোটি ডলারে পৌঁছায়। এছাড়া, ভারতকে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান দেওয়া হবে, প্রতিরক্ষা সহযোগিতা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফেরত নেবে ভারত।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই’র উদ্ধৃতি দিয়ে পিটিআই আজ এই খবর জানিয়েছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আমরা বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে কাজ করব। অদূর ভবিষ্যতে আমরা বড় বাণিজ্য চুক্তির ঘোষণা করব।

সেটা দুই দেশের পক্ষেই খুব ভালো হবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা ঐতিহাসিক বাণিজ্যপথ’ ধরে কাজ করতে একমত হয়েছি। এই বাণিজ্যপথ ভারত থেকে শুরু হয়ে ইসরাইল হয়ে, ইতালিকে ছুঁয়ে যুক্তরাষ্ট্রে আসবে। সড়ক, রেল এবং সমুদ্র পথে চলা এই বাণিজ্য দুই দেশের অনেক সহযোগী দেশকে ছুঁয়ে যাবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন, ‘খুব দ্রুত বাণিজ্য চুক্তি হবে। ২০৩০ সালের মধ্যে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৫০ হাজার কোটি ডলারে দাঁড়াবে।’

ট্রাম্প বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে সামরিক অস্ত্র বিক্রির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা বাড়াব। আমরা ভারতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করব।

মোদি জানিয়েছেন, ভারত যাতে সামরিক দিক থেকে প্রস্তুত থাকে, তার জন্য যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করছে।

যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি মোদির ওপর ছেড়ে দেন ট্রাম্প। তবে মোদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com