1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

পাম বন্ডি ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল

  • আপলোডের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

বিতর্কের মুখে ম্যাটগেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ওয়াশিংটন পোস্ট’ আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এরআগে, বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাটগেটজ। সিনেটে নিজ দলের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।
এক্স বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের ‘বিভ্রান্তি’ এড়াতে চান তিনি।

উল্লেখ্য, ‘আমেরিকাফার্স্ট’ পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পাম বন্ডি। সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সহায়তা করার জন্যও।
সংশ্লিষ্টরা বলছেন, গেটজের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com