যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন করে শুরু হয়েছে দাবানল। তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। এরইমধ্যে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। এরইমধ্যে দাবানলে পুড়ে গেছে হাজার হাজার একর বিস্তীর্ণ এলাকা। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।
ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।
এছাড়াও দাবানল শুরু হয়েছে সান দিয়েগো ও ওশানসাইডের কাছেও।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।
এর আগে, ১০ দিনেরও বেশি সময় ধরে স্মরণকালের ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেসের। এতে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। পুড়ে গেছে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবানল কবলিত এলাকা।
জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২৫ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এরমধ্যে নতুন করে শুরু হলো দাবানল।
দাবানল পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফর করবেন যুক্তরাষ্ট্রের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে গেল সেপ্টেম্বরে হারিকেন হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত নর্থ ক্যারোলাইনা এবং পরে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শন করবেন তিনি।
এরপর, এবারের নির্বাচনে তাকে বিজয়ী করায় ভোটারদের ধন্যবাদ জানাতে ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী রাজ্য নেভাদায় যাবেন ট্রাম্প। নেভাদার লাসভেগাসে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান।
এর আগে, ২০১৮ সালে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেসের প্যারাডাইস এলাকা পরিদর্শন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।