বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনের উদ্যোগ নিয়েছে, যা ১৩ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। প্যারেডে ১৫-২০ হাজার প্রবাসী বাংলাদেশীর উপস্থিতি এবং প্রায় ৫০টি সংগঠনের অংশগ্রহণের আশা করছেন উদ্যোক্তারা। গ্র্যান্ড মার্শাল হিসেবে উপস্থিত থাকবেন শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ এবং প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
২৬ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনে সোসাইটির কর্মকর্তারা বিস্তারিত জানান। এতে বক্তব্য রাখেন সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং অন্যান্য কমিউনিটি নেতারা। প্যারেডের জন্য ইতিমধ্যে সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে এবং ১০টি প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেছে। প্যারেডটি সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলবে, মূল প্যারেড শুরু হবে বেলা ১১টায়।
সংবাদ সম্মেলনে সোসাইটির কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষ করে ট্রাস্টি বোর্ডের ভূমিকা এবং গ্র্যান্ড মার্শাল ও প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে। এম আজিজ অভিযোগ করেন, ট্রাস্টি বোর্ডের অনুমতি ছাড়া প্যারেডের আয়োজন করা হয়েছে এবং গ্র্যান্ড মার্শাল ও উপদেষ্টাদের নির্বাচন কিভাবে হয়েছে তা জানতে চান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সোসাইটির জন্য কাজ করে আসছেন, কিন্তু এখন সোসাইটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম এম আজিজের অভিযোগের জবাবে বলেন, এটা সংবাদ সম্মেলনে আলোচনা করার বিষয় নয়, বরং সোসাইটির অফিসে আলোচনা করা উচিত। তিনি সকলের সহযোগিতা চান এবং সম্মান দেয়ার কথা বলেন।
এছাড়া, সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী, ট্রাস্টি বোর্ডের কোনো কার্যকরী ভূমিকা নেই এবং সোসাইটির কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে শুধুমাত্র কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্বশীল।