নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে সেলিম-আলী প্যানেল। প্রায় ১০ হাজার ভোটারের অংশগ্রহণে, সোসাইটির ১৮ হাজার ভোটারের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি করে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিজু মোহাম্মদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৮টি পদে সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা ৭০০ থেকে ১৫০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি ভোট গণনা শেষে কুইন্সের গুলশান ট্যারেসে রাত ১১টায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ী সভাপতির পদে আতাউর রহমান সেলিম (৫,২৮৯ ভোট) এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী (৫,১৭৯ ভোট) জয়ী হন। বিভিন্ন পদে অন্যান্য বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আকতার বাবুল, ক্রিড়া সম্পাদক আশ্রাব আলী খান এবং স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন জিলানী।
বিজয়ী প্যানেলের নির্বাচন পরিচালনায় গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও কমিউনিটি একটিভিস্ট শাহ নেওয়াজ আহ্বায়ক এবং তোফায়েল আহমেদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।