1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেলেন পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক!

  • আপলোডের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩৬ Time View

সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার নিয়ে নানা তথ্য শেয়ার করেছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল বীনা মালিক।

সেখানে তিনি জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর একটি হলো সারা বিশ্ব থেকে ৭০ হাজারেরও বেশি বিয়ের প্রস্তাব পাওয়া!

ক্যারিয়ারের প্রথম দিকের কথা স্মরণ করে বীনা বলেন, “আমার শুরুটা ছিল রোলারকোস্টারের মতো।

কাজের ব্যস্ততায় নিজেকে সময় দেয়ার সুযোগই ছিল না। এমনকি, আমার বড় বোন আমার মেকআপ তুলে দিতেন এবং নিজ হাতে আমাকে খাইয়ে দিতেন।”

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো চলাকালীন এই প্রস্তাবগুলো পেয়েছিলেন বলে জানান বীনা।

তিনি বলেন, “রিয়েলিটি শোতে কাজ করার সময় আমার টিম জানায় যে, সারা বিশ্ব থেকে আমার জন্য ৭০ হাজারেরও বেশি বিয়ের প্রস্তাব এসেছে।

প্রস্তাবগুলো পাকিস্তান ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছিল।”

বীনা মালিক ২০১০ সালে বলিউডে পা রাখেন এবং কয়েকটি বলিউড ছবিতেও অভিনয় করেন। এছাড়া, তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এবং ওয়েডিং রিয়েলিটি শোতেও অংশ নেন। তবে ২০১৪ সালে তিনি ভারত ছেড়ে দুবাইয়ে চলে যান।

অভিনেত্রী বীনা মালিকের এই বিয়ের প্রস্তাবের কাহিনী শোনার পর ভক্তরা মুগ্ধ হয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে চলছে আলোচনা।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com