পালাগানের উৎসভূমি ময়মনসিংহ। সেখানকার গীতিকাগুলোকে সাধারণভাবে পালা বলা হয়। পূর্ব ময়মনসিংহের অনেক বাস্তব ঘটনা নিয়েও অনেক পালাগান রচিত হয়েছে। উল্লেখযোগ্য রচয়িতার মধ্যে আছেন মনসুর বয়াতি, ফকির ফৈজু, দ্বিজ কানাই, চন্দ্রাবতী, দ্বিজ ঈশান, সুলাগাইনসহ অনেকে। দীনেশচন্দ্র সেন ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন ‘মৈমনসিংহ গীতিকা’ প্রকাশ করেন। এতে থাকা বেশির ভাগ পালাই নায়িকাদের নামানুসারে। এই নায়িকারা আবহমান বাঙালি ঐতিহ্যেরও উজ্জ্বল প্রতিনিধি।
পালাগানের উল্লেখযোগ্য ও সুপরিচিত নায়িকাদের মধ্যে আছেন মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, ভেলুয়া, কমলা ও কাজলরেখা।
একসময় পালাগানের জমজমাট আসর বসত বাংলার পথে-প্রান্তরে। এখন প্রায় বিলুপ্তির পথে এটি। আশার কথা রাষ্ট্রীয়ভাবে এখন পালাগানের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার প্রত্যয়ে পালাগানের আসরের আয়োজন করছে। সবাই সচেতন হলে সংস্কৃতির এই ঐতিহ্যবাহী ধারাকে পুনরুদ্ধার করা সম্ভব।