1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

ট্রাম্প মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে: এফবিআই

  • আপলোডের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবাগত প্রশাসনের মনোনীত ব্যক্তিদের টার্গেট করে বোমা হামলাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই গতকাল বুধবার একথা জানিয়েছে। হুমকি পাওয়া এমনই একজন জানিয়েছেন,তাকে ফিলিস্তিন পন্থী একব্যক্তি পাইপ বোমার হুমকি দিয়েছে।

ট্রাম্পের মনোনীত জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত এবং পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধানসহ এরআগে এটর্নি জেনারেল পদের জন্য মনোনীত ব্যক্তিরাও অভিযোগ করেছেন, তাদেরকেও বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।

এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘সংস্থাটি আসন্ন প্রশাসনের মনোনীত এবং নিয়োগ প্রাপ্তদের টার্গেট করে অসংখ্য বোমা হামলার হুমকি সম্পর্কে জানতে পেরেছে এবং নিয়োগপ্রাপ্তদের গতিবিধির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহযোগিতায় কড়া নজর রাখছে।’

ফক্স নিউজের এক রিপোর্টে আজ একথা বলা হয়েছে।

সোয়াটিং চর্চার মাধ্যমে মিথ্যা অজুহাতে পুলিশকে জরুরি ভিত্তিতে কারো বাড়িতে ডাকা হয়। এধরনের প্রতারণামূলক টেলিফোন করা যুক্তরাষ্ট্রে সাধারণ এবং সাম্প্রতিক বছরগুলোতে সিনিয়র রাজনৈতিক ব্যক্তিদেরও টার্গেট করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র লেভিট ক্যারোলিন বলেছেন, বেশ কয়েকজন মনোনীত এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ‘তাদের জীবন এবং তাদের পরিবারের সদস্যরা সহিংস হামলার টার্গেটে পরিণত হয়েছে।’

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকির বিষয়ে ‘ব্রিফ করা হয়েছে।’

হোয়াইট হাউসের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘হোয়াইট হাউস ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রেসিডেন্টের টিমের সাথে যোগাযোগ এবং পরিস্থিতি নিবিডভাবে পর্যবেক্ষণ করছে।’

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com