‘সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় আমরা’ শ্লোগান নিয়ে নিউইয়র্কে প্রতিষ্ঠিত ঢাকা ক্লাব অব আমেরিকা ইনক’র নবনির্বাচিত কর্মকর্তারা অভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসে দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশ, প্রবাসীদের মধ্যকার পাষ্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি আর মানবতার সেবায় নবগঠিত ক্লাব অবদান রাখবে বলে জানানো হয়। গত ২২ নভেম্বর শুμবার সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি হলে আয়োজিত ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, গোল্ডেন হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ। ক্লাবের সভাপতি সাংবাদিক বেলাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনাড়ম্বর এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় টিভি উপস্থাপক খন্দকার ইসমাঈল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ। অনুষ্ঠানের শুরুতে অতিথি ও ক্লাব কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও ৫ জন অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং লায়ন শাহ
নেওয়াজকে ঢাকা ক্লাব অব আমেরিকা’র প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অতিথি ছাড়াও বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান ও সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, আজকাল পত্রিকার জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহসান হাবীব, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী ও তুষার, ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট মো. হারুনুর রশিদ, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. মাহবুবুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া ক্লাবের সকল সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিবারে উপস্থিত ছিলেন।
নব গঠিত ঢাকা ক্লাব অব আমেরিকার কার্যকরী কমিটির অভিষিক্ত অন্যান্য কর্মকর্তা হলেন: সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা, সহ সভাপতি- মোহাম্মদ এম হোসাইন (মুক্তার), মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মামুন আহমেদ, যুগ্ম সম্পাদক- শফি উদ্দিন ও তারিক বিন মোহাম্মদ রুমি, কোষাধ্যক্ষ- একেএম জাকির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক- বাদশা বুলবুল, ইন্টারন্যাশনাল রিলেশন সম্পাদক- খন্দকার ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদক- সামিদা ইয়াসমীন কান্তা, সমাজকল্যাণ সম্পাদক- ফরহাদ আহমেদ চৌধুরী এবং কার্যকরী সদস্য শেখ ইলিয়াস, মুফতি জাহিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, সজিব চৌধুরী ও মোহাম্মদ রাসেল ভূইয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে ঢাকা থেকে আগত আরিফ ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি ও অনিক রাজ সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর শনিবার জ্যামাইকার ফাল্গুনী রেষ্টুরেন্টে আয়োজিত এক সভায় ‘ঢাকা ক্লাব অব আমেরিকা ইনক’ প্রতিষ্ঠা এবং কার্যকরী কমিটি গঠন করা হয়।