1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

শীত ঝড়ের কারণে আমেরিকাতে ৩ হাজার ফ্লাইট বাতিল

  • আপলোডের সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১ Time View

শীত ঝড়ের কারণে শুক্রবার আমেরিকাতে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষনা করা করা হয়েছে। এছাড়া কয়েক হাজার ফ্লাইট দেরিতে ল্যান্ড করেছে বলে দেশটি বিমান সংস্থা এবং ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে। খবর এএফপির।

ডেল্টা এয়ারলাইনস বলছে, খারাপ আবহাওয়ার কারণে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দু’ঘন্টারও বেশি সময় বন্ধ রাখতে হয়েছে। ডেল্টা তাদের ১১০০ ফ্লাইট বাতিল করেছে। এছাড়া ইঞ্জিনের সমস্যার কারণে ডেল্টার একটা ফ্লাইট আটলান্টা বিমানবন্দরে টেক-অফ করতে পারেনি।

ফ্লাইট ওয়্যার সূত্রে জানা গেছে, টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ এবং নর্থ ক্যারোলিনার শারলোট ডগলাস বিমানবন্দরও বৈরি আবহাওয়ার কবলে পড়েছে। এ দু’টো বিমানবন্দরে ১২ শত এর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

এ সপ্তাহের শুরুতে আমেরিকার দক্ষিণ অঞ্চলে শীতকালিন ঝড়ের প্রাদর্ভাব দেখা দেয়। এতে পাঁচজন নিহত হয়েছে। তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। হাজারও মানুষ বিদ্যুৎ ছাড়ায় দিন পার করে।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com