জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১৯ জন নতুন সদস্যকে সমিতির সদস্যপদ প্রদান করা হবে এবং আগামী ২৩ মার্চ রোববার ইফতার মাহফিল এবং ২৪ আগস্ট রোববার বনভোজনের আয়োজন করা হবে। এই সভাটি ২৩ ফেব্রুয়ারি, রোববার, ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাঈদুর রহমান শেলী, এবং সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতারুজ্জামান। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন। সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সমিতিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানানো হয়। এছাড়াও, সমিতির সাবেক সভাপতি আবু খন্দকার মুরাদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২৩ মার্চ রোববার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে ইফতার মাহফিল এবং ২৪ আগস্ট রোববার নিউইয়র্কের আপস্টেট কটন পয়েন্ট পার্কে বনভোজন অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন: খন্দকার আবু মুরাদ, মোহাম্মদ নাজমল হক, মোহাম্মদ নাসির ইকবাল, সাঈদুর রহমান শেলী, বেলাল আহমেদ, জহুরুল ইসলাম, সৈয়দ ইকবাল আহমেদ, শাকিলা রুনা, মিজানুর রহমান, শাশীম চৌধুরী, আবু এম আমাদুল্লাহ, মোহাম্মদ রফিকুল হাসান সাফি, মুহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ মাসুদ কবির রসুল, মোহাম্মদ দুলাল হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবীর, মোহাম্মদ জাহের আলী, সোহেল চৌধুরী, মুহাম্মদ মোখতার হোসেন, মোহাম্মদ আজিবুর রহমান, শাকিল মাহমুদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আকতারুজ্জামান, মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ প্রমুখ।
নতুন সদস্যপদ পাওয়া ব্যক্তিরা হলেন: আবু এস আসাফদ্দৌলা, শারমীন, মোহাম্মদ রফিকুল হাসান সাফি, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ মাসুদ কবীর রাসেল, মোহাম্মদ দুলাল হোসেন, আহসান তানিন, জান্নাতুল অন্তরা, মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ মামুনুর রশীদ, সাইয়ুল ইসলাম, আনোয়ার হোসেন, সালাউহ উদ্দিন কাব্য, সুলতান আহমেদ, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ মমিন, মোহাম্মদ নবীন, মোহাম্মদ মীরন।