1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

৮ গোল করে নতুন রেকর্ড চেলসির

  • আপলোডের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

উয়েফা কনফারেন্স ফুটবল লিগের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে ইংলিশ ক্লাব চেলসি। লিগে নিজেদের তৃতীয় ম্যাচে চেলসি ৮-০ গোলে হারিয়েছে আর্মেনিয়ার ক্লাব এফসি নোয়াকে।

২০২১ সালে শুরু হওয়া উয়েফা কনফারেন্স লিগের ইতিহাসে এতোদিন সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিলো ৬ গোলের।

নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লো চেলসি। এর আগে ১৯৭১ সালে লুক্সেমবার্গেও দল জেউনেসে হাউচেরেজের বিপক্ষে ১৩-০ গোলে জিতেছিলো চেলসি।

ঘরের মাঠে নোয়ার বিপক্ষে প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিলো চেলসি। দ্বিতীয়ার্ধে বাকী দুই গোল করে জয়ের রেকর্ড গড়ে তারা।

চেলসির পক্ষে জোড়া গোল করেন হোয়াও ফেলিক্স ও ক্রিস্টোফার এনকুনকু। বাকী চার গোল করেন টসিন অ্যাডারাবিয়ো, মার্স গুইয়ু, অ্যাক্সেল দিসাই ও মিখাইলো মুড্রিক।
ম্যাচ শেষে চেলসির কোচ এনজো মারেস্কা বলেন, ‘খেলোয়াড়রা আবারও দেখিয়েছে তারা কতটা পেশাদার ও সিরিয়াস ছিলো। এই ধরনের খেলায় পিছলে পড়া বা পড়ে যাওয়া খুবই সহজ। ফুটবল হলো বিস্ময়ে ভরা। আমি এই ম্যাচের আগে তাদেরকে পেশাদারিত্ব দেখাতে বলেছিলাম, তারা সেটা করেছে।’

চলতি কনফারেন্স লিগে ৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে চেলসি।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com