বাঁ-হাতি পেসার স্পেনসার জনসনের বোলিং নৈপুন্যে এক ম্যাচ বাকী রেখেই পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ১৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে জয় পেয়েছিলো অসিরা। বল হাতে ২৬ রানে ৫ উইকেট নেন জনসন।
সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ২২ বলে ৫২ রানের শুরু এনে দেন দুই ওপেনার ম্যাথু শর্ট ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। চতুর্থ ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ৩টি চার ও ১টি ছক্কায় ৯ বলে ২০ রান করে থামেন ম্যাকগার্ক। একই ওভারে তিন নম্বরে নামা অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশকে খালি হাতে বিদায় দেন রউফ।
রউফের জোড়া আঘাতের পর শর্টকে থামান পাকিস্তানের আরেক পেসার আব্বাস আফ্রিদি। ২টি করে চার-ছক্কায় ১৭ বলে ৩২ রান করেন শর্ট।
দারুণ শুরুর পর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ৩০ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে চাপমুক্ত করেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস।
কিন্তু পরপর দুই ওভারে ম্যাক্সওয়েল ও স্টয়নিসকে শিকার করে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পথে বাঁধা সৃষ্টি করেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সুফিয়ান মুকিম। ম্যাক্সি ২১ ও স্টয়িনিস ১৪ রান করেন।
১২তম দলীয় ৯৫ রানের মধ্যে তাদের বিদায়ের পর টিম ডেভিড ও অ্যারন হার্ডির ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ডেভিড ১৯ বলে ১৮ ও হার্ডি ২৩ বলে ২৮ রান করেন। পাকিস্তানের রউফ ২২ রানে ৪টি, আব্বাস ৩টি ও মুকিম ২ উইকেট নেন।
জবাবে ১৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার বাবর আজম ৩ ও তিন নম্বরে নামা শাইবজাদা ফারহান ৫ রানে ফিরেন।
এরপর তৃতীয় উইকেটে সাবধানে খেলে ৩৯ বলে ২৭ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও উসমান খান। দশম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন জনসন। ২৬ বলে ১৬ রান করা রিজওয়ানের পর আগা সালমানকে খালি হাতে বিদায় করেন জনসন।
৪৪ রানে ৪ উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হয়ে ৩৫ বলে ৫৮ রানের জুটি গড়েন উসমান ও ইরফান খান। এই জুটিতে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান উসমান।
দলীয় ১০২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে উসমানকে শিকার করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান জনসন। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৫২ রান করেন উসমান। এরপর ১০৭ রানে পৌঁছাতেই অষ্টম উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে পাকিস্তান।
এক প্রান্ত আগলে পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ইরফান। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ২৮ বলে ৩৭ রানের অনবদ্য ইনিংসেও দলের হার এড়াতে পারেননি ইরফান। ২ বল বাকী থাকতে ১৩৪ রানে অলআউট হয় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার জনসন ২৬ রানে ৫ উইকেট নেন। ৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। ২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার কোন বোলার টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিলেন।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৮ নভেম্বর হোবার্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া।