1. admin@nysamachar.com : admin :
  2. editor@gmail.com : Editor :

ইনজুরি কাটিয়ে অনুশীলনে রড্রি

  • আপলোডের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৫ Time View

অ্যান্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ২৮ বছর বয়সী রড্রি।

ব্যালন ডি’অর জয়ী রড্রির একক অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছে ম্যান সিটি।

গত বছরের ২২ সেপ্টেম্বরের আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল ছিঁড়ে যায় রড্রির। পরে অস্ত্রোপচারও করতে হয় তাকে।

অবশেষে পাঁচ মাস পর মাঠে ফিরেছেন রড্রি। তার অনুশীলনে ফেরা সিটির জন্য বড় স্বস্তির খবর। ১৮ জুন ক্লাব বিশ্বকাপ দিয়ে পুরোদমে মাঠে ফেরার প্রত্যাশা রড্রির।

ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে ম্যান সিটি। ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে তারা। ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ম্যান সিটি।

শেয়ার করুন

আরো পড়ূন
© All rights reserved New York Samachar 2024
Site Customized By NewsTech.Com