গত ১৩ মার্চ বৃহস্পতিবার প্রতিবছরের মত এবারও পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন করেছে নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান শাহ নেওয়াজ গ্রুপ।উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এবারের ইফতার মাহফিলে প্রায় ৪ শতাধিক প্রবাসীকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের প্রধান নির্বাহী শাহ নেওয়াজ এবং চেয়ারওম্যান আমেনা রানো নেওয়াজ। ইফতার মাহফিলে নিউইয়র্কের বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত হয়ে মহান সৃষ্টি কর্তার সন্তুষ্টি লাভে ইফতারের পুর্বে মোনাজাতে অংশ নিয়েছেন।
এই অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেছেন শর্শীনার পীর মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ।ইফতারের পুর্বে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি কামনায় মোনাজাত পরিচালনা করেছেন মির্জা আবু জাফর বেগ। ইফতার মাহফিলে সমবেত সকলের উদ্দেশ্যে শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ বলেন, পবিত্র রমজান মাস আমাদের জন্যে আত্মশুদ্ধির বড় নেয়ামত বয়ে এনেছে। বাংলাদেশি কমিউনিটির সকলকে ধন্যবাদ জানাতে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা এবং কমিউনিটির সুধীজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা এই আয়োজন করে আসছি।
আপনাদের সহযোগিতায় আমাদের গ্রæপের কর্মকান্ড আরো এগিয়ে যাবে- এই আমাদের বিশ্বাস। তিনি আরো বলেন, আশা করি রমজান শেষে পবিত্র ঈদও আমাদের সকলের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে। ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন লায়ন আহসান হাবীব।
অনুষ্ঠানে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কন্সাল জেনারেল মো: নাজমুল হুদা, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস, স্টেট সিনেটর জন ল্যু,বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান ও কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, বারী গ্রুপের প্রধান নির্বাহী আসেফ বারী, জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, রিয়েলটর নুরুল আজিম, রুপসী বাংলা সম্পাদক ও শাহ গ্রুপের শাহ জে চৌধুরী, নাসির আলী খান পল, আবু দারদা জুবায়ের, লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন টেরি পালাদিনি, নিউইয়র্কের উর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, লফার্ম কিম এন্ড এসােসিয়েটস এর সহযোগী ইঞ্জিনয়ার আবদুল খালেক ও রেদওয়ানা রাজ্জাক সেতু, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, রকি আলীয়ান, জেএফএম রাসেল, এফইএমডি রকি, গোলাম এস হায়দার মুকুট, শাহ শহিদুল হক, বেলাল আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, শাকিল মিয়া, জেড আলম নমি, হেলথ ফাষ্ট এররুহুল আমিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, মফিজুর রহমান, মাহমুদুল হাসান, এটিএম হেলালুর রহমান, তরিকুল ইসলাম মিঠু, আনিসুল ইসলাম টনি, জাহাঙ্গীর আলম জয়, কামরুল হাসান, ফাহাদ সোলায়মান, রফিকুল ইসলাম ডালিম, এম এস আলম, হাসান জিলানী, সেজার রহমান, নাবিল ইসলাম, জাকির হোসেন জুয়েল, আবু বকর সিদ্দিক, রিয়েলটর সারোয়ার খান বাবু, এএফএম জামান, আহসান হাবিব,শরাফত হোসেন বাবু, জ্যাকব মিল্টন, বদরুদ্দোজা সাগর, মৃধা জসিম, মশিউর রহমান মজুমদার,সানমুন মানি এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী মাসুদ রানা তপন, মনোয়ারুল ইসলাম, এংকর ট্রাভেলস এর এএসএম উদ্দিন পিন্টু, অনিক রাজ, কামরুল মজুমদার, শাহিন ভুইয়া প্রমুখ।