রাশিয়া বুধবার বলেছে, তার বাহিনী ইউক্রেনের পূর্বাপঞ্চলীয় কুরাখোভ জলাধারের উত্তর তীরবর্তী গ্রাম ইলিনকা দখল করেছে। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান সেনা ইউনিট ‘ইলিঙ্কার বসতি মুক্ত করেছে’। ২০২২ সালে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার আগে গ্রামটির জনসংখ্যা ছিল প্রায় ৪০০ জন।